.

Aar Kotokal Lyrics

অন্যায় ,অবিচার আসছি দেখে সবসময়

সন্ত্রাস,অবরোধ ...প্রতিদিনের সাথি
সংশয় নিয়ে বেঁচে থাকা সারাটা জীবন

দেখ অনাহারে কাঁদে শিশুগুলি

প্রার্থনা করে যায় তার মা

মুখ তুলে তাকায় যদি এবার দারিদ্রের বিধাতা

সমাজের প্রভুরা

আর কতকাল এই নগ্ন প্রহসন

আর কতকাল গণতন্ত্রের অসম্মান

আর কতকাল মোদের শান্তি বিসর্জন

আর কতকাল মোদের আত্মসমর্পন

আর কতকাল .....................

আর কতকাল.....................

আর কতকাল....................

কবে শেষ হবে এই দুঃস্বপ্ন

ঘৃন্য নেতারা স্বার্থের খেলা খেলে ওরা

হরতাল, অবরোধ জাতীয় সংস্কৃতি

এইসব নিয়ে কলুষিত,অসহায় এই জীবন

কেনো পারি না কো মোরা

এক হয়ে সংগ্রামে নেমে যেতে

আমরাও যে সন্তান এই দেশের
চাই বাঁচবার অধিকার

ভালো থাকবার অধিকার

আর কতকাল এই নগ্ন প্রহসন

আর কতকাল গণতন্ত্রের অসম্মান

আর কতকাল মোদের শান্তি বিসর্জন

আর কতকাল এই আত্মসমর্পন

আর কতকাল .....................

আর কতকাল.....................

আর কতকাল....................

কবে শেষ হবে এই দুঃস্বপ্ন

আর কতকাল এই নগ্ন প্রহসন

আর কতকাল গণতন্ত্রের অসম্মান

আর কতকাল মোদের শান্তি বিসর্জন

আর কতকাল মোদের আত্মসমর্পন
আর কতকাল .....................

আর কতকাল.....................

আর কতকাল....................

কবে শেষ হবে এই দুঃস্বপ্ন

ধিক তোমাদের...... কেনো খেলছো মোদের জীবন নিয়ে

ধিক তোমাদের...... কেনো খেলছো মোদের জীবন নিয়ে

ধিক তোমাদের...... কেনো খেলছো মোদের জীবন নিয়ে

ধিক তোমাদের...... কেনো খেলছো মোদের জীবন নিয়ে

***********************

Vocal-Mizan

Guitar-Kamal

Guitar-Balam

Bass-Biju

Key-Shams

Drums-Tipu

***********************

Solo- Kamal 1:55-2:24
Report lyrics