শিরোনামঃ বিবর্ন স্রষ্ঠা
কন্ঠঃ জোয়াদ
কথাঃ অপু
ব্যান্ডঃ নেমেসিস
অ্যালবামঃ অন্বেষণ
পেরিয়ে বহুদূর, আজ আমি আলোয়
পেছনে ফেলে সব, বিষণ্ণ প্রলয়
পেয়েছি নতুন সুর, বিবর্ন গানে
দেখেছি স্বপ্ন আবার, আচ্ছন্ন মনে
আজ আমি দুঃখ ভুলে, চলেছি কল্পলোকে
সৃষ্টিরও তীব্র লোভে আবারও, এই আমি
হারিয়ে ব্যস্ততায়, হয়েছি অবশ
ছায়ানীড়ের উপহাসে, ক্লান্ত বিভোর
সময়ের স্থিরতায়, স্তব্ধতা নিয়ে
আঁধারের সীমানাতে, কষ্ট বিলিয়ে
আজ আমি দুঃখ ভুলে, চলেছি কল্পলোকে
সৃষ্টিরও তীব্র লোভে আবারও, এই আমি
আমার স্বপ্ন ভাঙ্গে, শুধু কষ্ট নিয়ে
আমি দুঃখ আঁকি, আজো সাদা রঙে
জানি সবই, ধুলো বাস্তবতা
জীবনে......
আজ আমি দুঃখ ভুলে, চলেছি কল্পলোকে
সৃষ্টিরও তীব্র লোভে আবারও, এই আমি
কন্ঠঃ জোয়াদ
কথাঃ অপু
ব্যান্ডঃ নেমেসিস
অ্যালবামঃ অন্বেষণ
পেরিয়ে বহুদূর, আজ আমি আলোয়
পেছনে ফেলে সব, বিষণ্ণ প্রলয়
পেয়েছি নতুন সুর, বিবর্ন গানে
দেখেছি স্বপ্ন আবার, আচ্ছন্ন মনে
আজ আমি দুঃখ ভুলে, চলেছি কল্পলোকে
সৃষ্টিরও তীব্র লোভে আবারও, এই আমি
হারিয়ে ব্যস্ততায়, হয়েছি অবশ
ছায়ানীড়ের উপহাসে, ক্লান্ত বিভোর
সময়ের স্থিরতায়, স্তব্ধতা নিয়ে
আঁধারের সীমানাতে, কষ্ট বিলিয়ে
আজ আমি দুঃখ ভুলে, চলেছি কল্পলোকে
সৃষ্টিরও তীব্র লোভে আবারও, এই আমি
আমার স্বপ্ন ভাঙ্গে, শুধু কষ্ট নিয়ে
আমি দুঃখ আঁকি, আজো সাদা রঙে
জানি সবই, ধুলো বাস্তবতা
জীবনে......
আজ আমি দুঃখ ভুলে, চলেছি কল্পলোকে
সৃষ্টিরও তীব্র লোভে আবারও, এই আমি