.

Ekta Gopon Kotha (RnB) Lyrics

একটা গোপন কথা ছিল বলবার
বন্ধু সময় হবে কি তোমার
... একবার শুনে ভুলে যেও বারবার
ভুলেও কাউকে বলোনা আবার
মুখে ভালোবাসি না বলে
মনেতে প্রেম নিয়ে চলে আজ অনেকেই
এতদিন ছিল সাধারন তার মাঝে একজন
যাকে আজ বড় আলাদা লাগে
মন আঁধারের নীলিমায়
তোমাকেই আজ খুঁজতে চায়
জানি না জানি না কোথায় পাবো তোমায়
একবার এসে দেখো আমায়
ভেবেছি তা এবার যা হবে হবার
হোক তবু করে স্বীকার
পরাজয় মেনে নিয়ে সবটুকু ভুলে গিয়ে
চাইবো আমার অধিকার
কপালে যা আছে লেখা মনে যদি পাইও ব্যাথা
দেখে নিব আমি এর শেষ
মিথ্যে অভিনয় আর নয় আর নয়
এই ভালো আছি এই বেস
মন আঁধারের নীলিমায়
তোমাকেই আজ খুঁজতে চায়
জানি না জানি না কোথায় পাবো তোমায়
একবার এসে দেখো আমায়
প্রতিদিন এগলি অগলিতে ঘুরোঘুরি
কেটে যায় সময় আসে রাত
মেয়েটা বাকা করে চুল বাধে, প্রেম করে
ছেলেটাও পড়ে ফুল হাতা শার্ট
এইদেখে হাসাহাসি গানটাকে ভালোবাসি
এই ভালো আছি এই স্বপ্ন আমার
কখনো বুঝিনি যে এটা ছিল সূচনা আছে বাকি স্বপ্নের উপসংহার
মন আঁধারের নীলিমায়
তোমাকেই আজ খুঁজতে চায়
জানি না জানি না কোথায় পাবো তোমায়
একবার এসে দেখো আমায়......
Report lyrics
She Ke? (2009)
Valobashi Jonmodin Shada Ronger Shopno Ekta Gopon Kotha (RnB) She Ke? Tumi Chole Jao Shesh Dekha Bondhu Brishti Ami Ke? ! (Fun Track)
Top Rafa feat. Topu Lyrics