.

Daktar Lyrics

ও ডাক্তার... ও ডাক্তার...
ও ডাক্তার... ও ডাক্তার...
তুমি কতো শত পাশ করে
এসেছো বিলেত ঘুড়ে
মানুষের যন্ত্রণা ভুলতে
ও ডাক্তার... ও ডাক্তার...
তোমার এম.বি.বি.এস. নানা
এফ.আর.সি.এস. বোধহয়
A to Z ডিগ্রী ঝোলাতে
ও ডাক্তার... ও ডাক্তার...
................................................................

ডাক্তার মানে তো মানুষ নয়
আমাদের চোখে সে তো (... ...)
কসাই আর ডাক্তার এক'ই তো নয়
কিন্তু দুটোই আজ প্রফেশান

কসাই জবাই করে প্রকাস্য দিবালোকে
তোমার আছে ক্লিনিক আর চেম্বার
ও ডাক্তার... ও ডাক্তার...

ডাক্তার চাইবেন রক্ত রিপোর্ট
ক্লিনিকের সন্ধান ও তিনিই দেবেন
একশত টাকা যদি ক্লিনিকের বিল হয়?
অর্ধেক দালালি তিনি'ই নেবেন
রুগীরা তো রুগী নয় খদ্দের এখন
খদ্দেরে পাঠালে কমিশন
ক্লিনিক আর ডাক্তার কে টুপি পড়াচ্ছে
বুঝচ্ছেনা গর্ধব জনগণ

কসাই জবাই করে প্রকাস্য দিবালোকে
তোমার আছে ক্লিনিক আর চেম্বার
ও ডাক্তার... ও ডাক্তার...
.........................................................

নিজেদের ডাক্তার বলো কেনো
তার চেয়ে বলোনাকো ব্লেক-মেলার
রুগীর আত্মীয়দের ঘটি বাটি চাটি করে
করো সুযোগের সৎব্যবহার

সরকারী হাসপাতালের পরিবেশ
আসলে তো তোমরাই করেছো শেষ
হাসপাতাল না থাকলে জনগণ
নার্সিং হোম এ যাবে অবশেষ
সেখানে জবাই হবে উপড়ি কামাই হবে
মানুষের সেবার কি দরকার
ও ডাক্তার... ও ডাক্তার...
বাঁচানোর ক্ষমতা তো তোমারই হাতে
তুমি যদি মারো তবে কোথা যাই
অসহায় মানুষের তুমিই তো সবকিছু
করোজরে নিবেদন করছি তাই

তোমার গৃহিনী যে গয়না পড়েন
দেখেছো কি তাতে কতো রক্ত
তোমার ছেলের চোখে দেখেছো কি
কতো ঘৃনা জমা অঃভক্ত
তোমারও অসুক হবে, তোমারি দেখানো পথে
যদি তোমাকেই দেখে কোনো ডাক্তার
ও ডাক্তার... ও ডাক্তার...
ও ডাক্তার... ও ডাক্তার...
ও ডাক্তার... ও ডাক্তার...
ও ডাক্তার... ও ডাক্তার...
Report lyrics
Top Nachiketa Chakraborty Lyrics