.

Trimatrik Lyrics

রাতটা আজ অন্যরকম নীরবতার গান

আকাশটা ঘন কালো জোছনার অভিমান
একটি ছেলে বসে আছে জোছনার অপেক্ষায়

মেঘের মাঝ থেকে উঁকি দেয় চাঁদ ছেলেটার দুঃখ ভোলায়

কোনও এক ছোট্ট শহরে অনেক দূরে

ভাবছে একী কথা একটি মেয়ে একাকী বসে

মনে পড়ে তার পুরোনো কথা ভালোবাসার

জোছনটা না দেখলে যে তার ঘুম আসে না

ভাবছে সে ........তুমি কী এখন

দেখছো এ জোছনা তাদের মতোই
ভাবছে সে ........তুমি কী এখন

ভাবছো আমার কথা আগের মতোই

রাতটা আজ অন্যরকম এলোমেলো

অশ্রু জলে ভেজা ঝাপসা চোখে চাঁদের আলো

বুকের মাঝে তাদের রয়ে যাওয়া চাপা দুঃখ

স্মৃতির পাতাটায় চোখ বোলায় তারা কি যে কষ্ট

কোনও এক জোছনাতেই ছিল তাদের ভালোবাসা
সেদিন ওদের আত্মা ছিল অন্যরকম অনেক আশা

কেন যে সব কিছু ভেঙে গেল অন্যভাবে

গাইতো জোছনাতে স্মৃতিচারন অশ্রুজলে

ভাবছে সে .......তুমি কী এখন

দেখছো এ জোছনা তাদের মতোই

ভাবছে সে .......তুমি কী এখন

ভাবছো আমার কথা আগের মতোই

রাতটা আজ অন্যরকম
Report lyrics