তোমাকে আলো ভেবে
চোখ চেয়ে থেকেছি আধাঁরে
নীরব থেকে
দেখেছি আমার একা নির্জনে!
তোমাকে যখন চেয়েছি সত্তার অন্তরালে সংগপনে
তখনই আলো হয়ে তুমি আমার আধাঁরে
আর যখন এ ভেবেছি বদ্ধ সীমা চারপাশে তোমাকে ঘিরে
তখনই ফেলেছি হারিয়ে তোমাকে
আপন আধারে
যেখানে স্বর্গ ভাসে
তোমার আমার আকাশ সেখানে
অন্য রঙ্গে আকাঁ আয়নায় মৃত জলছবি
সেই ছবিতে অন্ধ কবি আমি (এক)
হাতরে ফিরি আলোর সিড়ি!!
চোখ চেয়ে থেকেছি আধাঁরে
নীরব থেকে
দেখেছি আমার একা নির্জনে!
তোমাকে যখন চেয়েছি সত্তার অন্তরালে সংগপনে
তখনই আলো হয়ে তুমি আমার আধাঁরে
আর যখন এ ভেবেছি বদ্ধ সীমা চারপাশে তোমাকে ঘিরে
তখনই ফেলেছি হারিয়ে তোমাকে
আপন আধারে
যেখানে স্বর্গ ভাসে
তোমার আমার আকাশ সেখানে
অন্য রঙ্গে আকাঁ আয়নায় মৃত জলছবি
সেই ছবিতে অন্ধ কবি আমি (এক)
হাতরে ফিরি আলোর সিড়ি!!