ভোর হোক তোমারও জানালায়
ভোর হোক ধ্বংসস্তুপে চাপা পড়া শহরে।
শহীদ সরণীর পীচঢালা পথে,
রোদ্র আসুক আশাবাদী অক্ষর হয়ে।
বেঁচে থাকার উৎসাহে তোমার রাইফেল বিনীত হোক,
মানুষের অনন্তকালের ইতিহাসের পায়ে।
তোমার স্থল মাইন আবাদী মাটির প্রাণরসে ভিঁজে,
কান্নাসিক্ত পৃথিবী হোক।
তোমার জানালায় মৃত শিশু, পড়ে থাকে
যুদ্ধাহত সময়ের বাসী রোদ।
কবির মতন দুঃস্থ ও উদার হোক,
তোমার ব্যারাকে ব্যবহৃত প্রতিটি সৈনিক হৃদয়।
তোমার বিনীদ্র প্রহরার রাত,
শব্দ পাক মানুষের গরাদ ভাঙার।
ভোর হোক তোমার অন্ধচোখে,
যুদ্ধের অহর্ণিশ ধ্বংসস্তুপ, ইতিহাস।
ভোর হোক ধ্বংসস্তুপে চাপা পড়া শহরে।
শহীদ সরণীর পীচঢালা পথে,
রোদ্র আসুক আশাবাদী অক্ষর হয়ে।
বেঁচে থাকার উৎসাহে তোমার রাইফেল বিনীত হোক,
মানুষের অনন্তকালের ইতিহাসের পায়ে।
তোমার স্থল মাইন আবাদী মাটির প্রাণরসে ভিঁজে,
কান্নাসিক্ত পৃথিবী হোক।
তোমার জানালায় মৃত শিশু, পড়ে থাকে
যুদ্ধাহত সময়ের বাসী রোদ।
কবির মতন দুঃস্থ ও উদার হোক,
তোমার ব্যারাকে ব্যবহৃত প্রতিটি সৈনিক হৃদয়।
তোমার বিনীদ্র প্রহরার রাত,
শব্দ পাক মানুষের গরাদ ভাঙার।
ভোর হোক তোমার অন্ধচোখে,
যুদ্ধের অহর্ণিশ ধ্বংসস্তুপ, ইতিহাস।