শুন্যতায় এঁকেছি গভীরতা
দৃপ্ত নেশায় উন্মাদ স্বচ্ছতা
জানিনা জীবনের সে সলতে কোথায়
ঝড়ো বাতাসেও, প্রদীপ জ্বালায়
স্বপ্নঘর এ ধরায় মগ্ন এক বিলাসিতায়
পাষণ্ড এ জগতের কোথায় শেকড় গাঁড়া
ব্যর্থ শৃঙ্খলিত মনে তারই ছায়া
পাপের দংশনে দংশিত এ রক্ত ধারায়
শেষ প্রহরে শ্বাসরুদ্ধ রাহুর ছায়ায়
স্বপ্নের ছায়ায় কারও উষ্ণতায়
ঝাপসা সুখে অশ্রু ঝরায়
অস্তমিত ওই রবির
শেষ আলোকছটাও বিলীন
শ্রান্ত এক যুবা উদ্ভ্রান্ত মৌন মলিন
দুর্ভোগের উপহাস কিসের স্বপ্ন
কিসের উষ্ণতা
ঘন ঘোর আঁধার কোলে
ছোটে গন্তব্য শূন্যতা।
দৃপ্ত নেশায় উন্মাদ স্বচ্ছতা
জানিনা জীবনের সে সলতে কোথায়
ঝড়ো বাতাসেও, প্রদীপ জ্বালায়
স্বপ্নঘর এ ধরায় মগ্ন এক বিলাসিতায়
পাষণ্ড এ জগতের কোথায় শেকড় গাঁড়া
ব্যর্থ শৃঙ্খলিত মনে তারই ছায়া
পাপের দংশনে দংশিত এ রক্ত ধারায়
শেষ প্রহরে শ্বাসরুদ্ধ রাহুর ছায়ায়
স্বপ্নের ছায়ায় কারও উষ্ণতায়
ঝাপসা সুখে অশ্রু ঝরায়
অস্তমিত ওই রবির
শেষ আলোকছটাও বিলীন
শ্রান্ত এক যুবা উদ্ভ্রান্ত মৌন মলিন
দুর্ভোগের উপহাস কিসের স্বপ্ন
কিসের উষ্ণতা
ঘন ঘোর আঁধার কোলে
ছোটে গন্তব্য শূন্যতা।